শতবর্ষীয় দিদিমাকে নিজের তৈরি "কাঠ গাড়ী"তে চড়িয়ে দেবী দর্শন করিয়ে বাহবা কুড়োলেন নাতি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিদিমা একশো বছর ছাড়িয়েছেন! বয়সের ভারে আগের মতো হাঁটা-চলার ক্ষমতাও হ্রাস পেয়েছে। তবে, দূর্গা পুজোর মন্ডপে গিয়ে ঠাকুর দেখার ইচ্ছে ছিল ষোলোআনা! কিন্তু ইচ্ছে থাকলে কি হবে? শরীর নিয়ে বাড়ীর থেকে মন্ডপে যাবেন কি করে! তা নিয়ে চিন্তায় ছিলেন বাদল দেবী। শেষে এর উপায় খোঁজার ভার পড়ে নাতির ওপর। নাতিরও ইচ্ছে জাগে, শতবর্ষীয় দিদিমাকে প্রতিমা দর্শনে যেমন করে হোক নিয়ে যাবেন। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় মেলে।
অন্যদিকে,জেলার আঁচুড়ি অঞ্চলের পাপুড়দা গ্রামের এই কীর্তিমান নাতি রবীনের কথা এখন গ্রামের ঘরে,ঘরে আলোড়ন ফেলেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]