বাঁকুড়া উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ কে কেন্দ্র করে পড়ুয়া বিক্ষোভ।

Update: 2019-04-25 15:58 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে কলেজ ককর্তৃপক্ষ এর সাথে পড়ুয়াদের বিবাদ কে কেন্দ্র করে ছাত্র,ছাত্রীরা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের সুষ্ঠ ভাবে অনুষ্ঠান চালাতে অসহযোগিতা করে। গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা না থাকায় কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। একজন কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ছত্রদের অভিযোগ, পুলিশ ডেকে ছাত্রদের ভয় দেখিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে কলেজ কর্তৃপক্ষ। আন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ পাল্টা দাবী করে জানিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে আনুষ্ঠান বন্ধ করা হয়। তার ফলেই পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। তবে, কিছুক্ষণের মধ্যেই পপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/suryakanta-mishra-attacked-ec-at-bankura/j3s-apr-ad-copy-2/" rel="attachment wp-att-4509">

Similar News