পাত্রসায়রে লকডাউনে রমরমিয়ে চলছে বালি পাচার, গাড়ী আটকে পুলিশের হাতে তুলেদিলেন গ্রামবাসীরা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই জেলার পাত্রসায়র জুড়ে চলছে রমরমিয়ে অবৈধ বালির কারবার। এখানকার দামোদর নদ থেকে বালি মাফিয়ারা বালি তুলে তা বিনা চালানেই পাচার করছে বলে অভিযোগ। গতরাতে দামোদরের দেওড়া ঘাটে হাতে নাতে গ্রামবাসীরা পাচারের সময় সাত থেকে আটটি গাড়ী আটকে দেয়। এবং পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দেওয়ার প্রায় ঘন্টা,দুয়েক পর তারা ঘটনা স্থলে পোঁছয়। এতে গ্রামবাসীদের ক্ষোভ বাড়তে থাকে। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। পাশাপাশি, স্থানীয় পাত্রসায়র দুই নাম্বার মন্ডল সভাপতি তমাল কান্তি গুঁইয়ের অভিযোগ পুলিশ,শাসক দলের এক শ্রেণীর নেতেদের মদতে বিনা চালানে এভাবেই রমরমিয়ে চলছে বালি পাচার। যদিও তার এ-ই দাবী ভিত্তিহীন বলে পাল্টা দাবী করেছেন তৃণমূল পরিচালিত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রশান্ত সাল।
প্রসঙ্গত,লকডাউনে ভুমি দপ্তরের নজরদারির ঘাটতির সুযোগে বিনা চালানে এভাবেই লাখ,লাখ টাকার বালি পাচার হচ্ছে দিনে,রাতে। এর ফলে সরকার যেমন হারাচ্ছে মোটা টাকার রাজস্ব তেমনি অপরিকল্পিত ভাবে নদী বক্ষে খননের ফলে বর্ষার আগে নদী তার স্বাভাবিক গতিপথও হারাতে বসেছে। যার ফলে বর্ষায় বন্যায় গ্রামে জল ঢোকার আশঙ্কাও বাড়ছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]