দেবীর আবাহনে মহা ষষ্ঠীতে ১০৮ মঙ্গলঘটের শোভাযাত্রা রামপুর হরিসভা দূর্গা পুজো কমিটির।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: ১০৮ মঙ্গলঘটের শোভা যাত্রায় দেবী দূর্গার আবাহনে ব্রতী হল শহরের রামপুর হরিসভা দূর্গোৎসব কমিটি। আজ সকালে এই শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ১০৮ জন মহিলা মঙ্গলঘট নিয়ে এই শোভাযাত্রায় সামিল হন। ঢাকের বাদ্যি,আর বাহারী বাজনার বোলে শারদ উৎসব কে এদিন বরন করে নেওয়া হয় এই শোভাযাত্রার মধ্য দিয়ে। প্রসঙ্গত, এই বছর সিমেন্ট দিয়ে দেবীর স্থায়ী প্রতিমা গড়ে তোলা হয়েছে। সেই উপলক্ষ্যে, এদিন এই বিশেষ শোভাযাত্রার অয়োজন। পূজো উদ্যোক্তাদের দাবী, মৃত্তিকা ক্ষয় রোধ করতে ফি বছর মাটির প্রতিমা তৈরীতে ইতি টেনেছেন তারা। তাই বিকল্প হিসেবে সিমেন্ট দিয়ে স্থায়ী দেবীর একচালা সাবেকী ঘরানার দেবী প্রতিমা এবছর প্রতিষ্ঠা করা হয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]