স্কুল বাড়ীতেই দেবী বরন! দেখুন ভিডিও।

Update: 2018-10-15 12:09 GMT

#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা-২০১৮ :- বিষ্ণুপুর সেনহাটি কলোনি সার্বজনীন : এবার ২১ তম বর্ষে থিম মিশন সর্বশিক্ষা ও নির্মল বাংলা।

মন্ডপ গড়ে উঠেছে বিশাল মাঠ জুড়ে। সেখানে এক পলকে নজর ফেললেই চোখে পড়বে আস্ত এক মস্ত স্কুল বাড়ী। হাই স্কুলের পাশাপাশি লাগোয়া প্রাইমারী ও রয়েছে। একটা স্কুল বাড়ীর সব কটি দিক উপস্থাপনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ ভাবে।

খেলার মাঠ, দোলনা, পার্কে মনীষীদের স্ট্যাচু, মিড ডে মিলের ঘর।শ্রেণীকক্ষ, এমনকি টিএলএমের চার্ট,মডেল কিছুই বাদ যায়নি। আর স্কুল বাড়ীর হল ঘরে হয়েছে দেবীর বোধন।

এখানকার সাবেকী ঘরানার একচালা প্রতিমা, আর ডাকের সাজে অপরূপ মাতৃ মূর্তি প্রাণে ভক্তি এনে দেয়। পাশাপাশি,রয়েছে নির্মল বাংলার থিমও।

সবার শিক্ষা,সবার উন্নতি এই বার্তা পৌছে দিয়ে মিশন সর্বশিক্ষার প্রচার করাটাই এবার প্রধান লক্ষ্য নিয়েছেন উদ্যোক্তারা সেই সঙ্গে বাংলাকে নির্মল রাখারও আবেদন রাখছেন এবার।

#দেখুন ভিডিও।

[embed]Full View

Similar News