কোতুলপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য!

Update: 2019-12-10 16:35 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( সঞ্জয় সরকার, বিষ্ণুপুর) : এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জেলার কোতুলপুরে। এখানকার সামরোঘাট এলাকা থেকে আজ সকালে শ্যাম মাঝি(৩১) নামে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রাই সাত সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মৃতদেহের পাশেই পড়েছিল শ্যামের মোটর বাইকটি। স্থানীয়দের অনেকের দাবী, শ্যামকে খুন করা হয়ে থাকতে পারে? আবার একাংশ স্থানীয় মানুষ তাকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখে অতিরিক্ত মদ্যপানের কারনে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন। পুলিশ জানিয়েছে, মৃত শ্যাম মাঝি ইন্দাস থানার কড়িশুন্ডা পঞ্চায়েত এলাকার সোনারপুর গ্রামের বাসিন্দা ছিলেন।সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিন সকালে সামরোঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Similar News