ঘোষণাঃ অবশেষে খোঁজ মিলল পাঁচবাগার নিখোঁজ যুবক তপু মালের,শহরের নুতনগঞ্জ এলাকা থেকে উদ্ধার যুবক।
ঘোষণাঃ আমরা সন্ধান চাই বিভাগে পাঁচবাগার এক যুবক তপু মালের নিখোঁজ থাকার খবর প্রকাশ করি। তা প্রকাশের পর বাঁকুড়া শহরের নুতনগঞ্জ এলাকার ধর্মশালার কাছে ওই নিখোঁজ যুবকের সন্ধান মেলে। যুবকের এক প্রতিবেশী ওই এলাকায় যাওয়ার সময় তপুকে দেখতে পেয়ে তার পরিবারে খবর দেন। এর পর তাকে বাড়ীর লোক উদ্ধার করে নিয়ে আসেন। মানসিক রোগী তপু বাড়ী থেকে বের হয়ে রাস্তা ঠিক না করতে পেরে নুতনগঞ্জ এলাকায় ভুল বসত চলে যায়। ১২ এপ্রিল থেকে ওই এলাকাতেই ঘোরাঘুরি করছিল সে। এদিকে, তাকে ফিরে পাওয়ায় খুশী তার পরিবারের সদস্যরাও।