শালতোড়ায় মডেল স্কুলের পাশেই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট,আতসবাজী নষ্ট করতে গিয়ে ঘটছে বিস্ফোরণ,আতঙ্কে পড়ুয়ারা।
এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টেরর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন শেষ পর্যন্ত কি ভুমিকা নেয়, সেটায় এখন দেখার। কারন, সমস্যা না মিটলে গ্রামবাসীরা আন্দোলনে নামার জন্য প্রস্তুতি ইতি মধ্যেই শুরু করে দিয়েছেন।;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শালতোড়ায় মডেল স্কুলের পাশেই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট! আর এই বেসরকারী বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার দৌরাত্ম্যে বিপাড়তে হচ্ছে পড়েছে পড়ুয়া সহ গ্রামবাসীদের।বর্জ্যের দুষণ ছড়ানোর পাশাপাশি, লাগাতার জেসিবি ও অন্যান্য ভারী মেশিনের আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ।গত বুধবার আতসবাজী নষ্ট করতে গিয়ে ঘটা বিস্ফোরণের জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। আচমকা বিকট শব্দে আতঙ্কে মডেল স্কুলের পড়ুয়ারা ক্লাস ছেড়ে ছুটে বেরিয়ে আসে। কার্যত ছুটোছুটি শুরু হয়ে যায়।এমন ঘটনায় বিব্রত হয়ে পড়েন স্কুলের শিক্ষকরাও। বুধবারের সেই ঘটনার মনে পড়লেই ভয় গ্রাস করে ফেলছে প্রতিমা মন্ডলের মতো স্কুল পড়ুয়াদের।
এতদিন ধরে,শালতোড়ার পাবয়া গ্রামে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের মধ্যে নানা বায়ো মেডিকেল বর্জ্য বিপদজনক অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা চলে আসলেও কখনও বাজি নিষ্ক্রিয় করার মতো কাজ হয়নি।গত বুধবার পশ্চিম বর্ধমানের হীরাপুর থানায় বাজেয়াপ্ত করা প্রচুর পরিমান আতসবাজি ও শব্দবাজি নিষ্ক্রিয় করতে লরি করে এখানে আনা হয়। আর তা নিষ্ক্রিয় করতে গিয়েই ঘটে বিস্ফোরণ। গোটা এলাকা কেঁপে ওঠে!আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।গ্রামের মাটির বাড়ি কেঁপে ওঠে৷। আর এই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ এই প্ল্যান্ট বন্ধ রাখার দাবি তুলেছেন। গত,২০১৬ সালে মডেল স্কুল চালু হয়।
তার অনেক পরে,২০২১ সালে চালু হয় এই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন। উঠছে প্রশাসন কীভাবে মাত্র ৫০ ফুট ব্যবধানে এই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের অনুমতি দিল তা নিয়েও।মডেল স্কুলের প্রধান শিক্ষকের আক্ষেপ স্কুল পড়ুয়াদের নিয়ে এমন বিড়ম্বানায় পড়লেও স্কুল কতৃপক্ষের কিছু করার নেই।যদিও,শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণী হেমব্রম এই সমস্যার কথা উর্ধতন কতৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।অন্যদিকে,এই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি মেনে এবং অনুমতি নিয়েই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের কাজ চলছ।
এখন দেখার জেলা প্রশাসন শেষ পর্যন্ত কি ভুমিকা নেয়। কারন, সমস্যা না মিটলে গ্রামবাসীরা আন্দোলনে নামার জন্য প্রস্তুতি ইতি মধ্যেই শুরু করে দিয়েছেন।
👁️🗨️ দেখুন 🎦 ভিডিও 👇