মেজিয়ায় জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর,সাঁতরে প্রাণে বাঁচলেন ছয় জন! দেখুন দুর্ঘটনার লাইভ ভিডিও।
এই দুর্ঘটনার পর গ্রামবাসীদের দাবী, বরাত জোরে এই ছয় জন প্রাণে বাঁচলেও সেতুর উচ্চতা অনেক কম।তাই আকছার এমন দুর্ঘটনা ঘটে। তারা চান এই সেতু সংস্কার করে অবিলম্বে উচ্চতা খানিক বাড়ানো হোক।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জলের তোড়ে ভেসে গেল যাত্রী সহ একটি ট্রাক্টর!বরাত জোরে সাঁতরে প্রাণে বাঁচেন ট্রাকটরের চালক ও যাত্রী সহ ছয় জন। বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের দামোদরের শাখা নদীর সেতুর ওপর দিয়ে পারাপারের সময় ঘটে এই দুর্ঘটনা।কি ঘটেছিল এদিন? কেন দুর্ঘটনার কবলে পড়ল ট্রাক্টরটি? কদিন বৃষ্টিতে এই শাখা নদী প্লাবিত হওয়ায় সেতুর ওপর দিয়ে জল উঠে যায়।সেই জলমগ্ন সেতুর পারাপার করতে গিয়েই ঘটে এই বিপত্তি।স্থানীয় সুত্রে জানা গেছে, আজ এই ট্রাক্টরে চড়ে ৫ জন যাত্রী রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন।
জলে ঢুবে যাওয়া সেতু পারাপারের সময় আচমকা জলের তোড়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।সেতু থেকে ট্রাক্টরটি সেতু থেকে নদীতে পড়ে যায়।জলের স্রোতের তীব্রতা বেশী থাকায় ট্রক্টারটিকে উলটে দেয়।কয়েকটি পালটি খেয়ে ইঞ্জিন থেকে ছিটকে ভেসে যায়। ট্রাক্টরের ট্রলি। জলে ভেসে যান চালক ও পাঁচ যাত্রী। তারা কোনক্রমে সাঁতরে পাড়ে ওঠেন এবং প্রাণে বেঁচে যান।এদিকে,এই দুর্ঘটনার পর গ্রামবাসীদের দাবী, বরাত জোরে এই ছয় জন প্রাণে বাঁচলেও সেতুর উচ্চতা অনেক কম।তাই আকছার এমন দুর্ঘটনা ঘটে। তারা চান এই সেতু সংস্কার করে অবিলম্বে উচ্চতা খানিক বাড়ানো হোক।
নাইলে, নদীতে জল বাড়লেই এমন ঘটনা ফের ঘটবে! এমন আশঙ্কা করছেন তারা।কথায় বলে রাখে হরি তো, মারে কে? এযাত্রায় একেবারে মৃত্যুর দোড় গোড় থেকে বেঁচে ফিরে এলেন এই ছয় জন। তারাও চান এবার সেতু সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন। এখন দেখার, শেষ অবধি প্রশাসনিক কর্তাদের টনক নড়ে কিনা?
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇