বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের ম্যারাথন তল্লাশির পর দামোদর থেকে উদ্ধার মৃতদেহ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের ম্যারাথন তল্লাশির পর অবশেষে দামোদর নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ৷ গত বৃহস্পতিবার বড়জোড়ার পখন্নায় দামোদর নদীর বালি খাদের জলে এক ব্যক্তি স্নান করতে নেমে তলিয়ে যায়৷ সেই সময় স্থানীয় কয়েকজন বাচ্চার নজরে পড়ে এই দুর্ঘটনা। তারা তড়িঘড়ি গ্রামে গিয়ে বড়োদের খবর দেয়৷ এরপর স্থানীয় মানুষ খোঁজাখুঁজি করেও কোন হদিশ না পেয়ে থানায় খবর দেয়।এরপর মৃতদেহের খোঁজে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম।প্রায় টানা ১৬ ঘন্টা তল্লাশি চালানোর পর মৃতদেহ উদ্ধার হয়।যদিও মৃতদেহের পরিচয় জানাতে পারেনি পুলিশ ।
আনুমানিক বছর ৩৫ বয়স হবে এই যুবকের বলে জানিয়েছে বড়জোড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেও তল্লাশি চলে।পখন্না ফাঁড়ির পুলিশ একাকায় মোতায়েন ছিল সারা রাত। আজ মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তা ময়নাতদন্তে পাঠায়।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇