এলাকা কোন থানার অধীনে তা নিয়ে টানাপোড়েনের জেরে তিন ঘন্টা পড়ে রইল যুবকের মৃতদেহ!ক্ষুব্ধ স্থানীয় মানুষ।

Update: 2021-09-17 16:38 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার সীমানায় রয়েছে দামোদর নদের ওপর রেল সেতু। আজ বিকেলে এই সেতুতে ওঠার মুখে সেতুর নীচে এক যুবকের ক্ষত, বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ ও মেজিয়া দুই থানার পুলিশ। কিন্তু ঘটনাস্থল কোন থানা তথা কোন জেলার অধীনে এটা নির্ণয় করতেই কেটে যায় প্রায় সাড়ে  তিন ঘন্টা। দুই থানার টানাপোড়েনে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত ঘটনাস্থলেই পড়ে থাকে এই যুবকের ক্ষত বিক্ষত মৃত দেহ। অবশেষে, ঘটনাস্থল বাঁকুড়া জেলার মেজিয়া থানার অধীন তা নির্ণয় হওয়ায় মেজিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দুই থানার টানাপোড়েনে এভাবে মৃতদেহ দীর্ঘক্ষন পড়ে থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

এদিকে,উদ্ধার হওয়া মৃতদেহর পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় মানুষের দাবী রেল সেতুতে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এই যুবকের। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাচ্ছে মেজিয়া থানার পুলিশ।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News