৩৪টা বছর তো কুরে,কুরে খেয়েছ! দুর্গাপুর ব্যারেজ মেরামতির জন্য তৈরি অস্থায়ী রাস্তা পরিদর্শনে এসে ইঞ্জিনিয়ারকে ধমক মন্ত্রী মানস ভূঁইয়ার।

আগামী ১৫ জুনের মধ্যে মেরামতির কাজ শেষ না হলে ভোগান্তি যে বাড়বে তা মন্ত্রীর কথায় স্পষ্ট। তিনি বলেন,বর্ষার সময় কাজ বন্ধ থাকলে তা বর্ষার পর করা হবে। সেক্ষেত্রে,এই বিকল্প রাস্তা দিয়েই যান চলাচল চালু রাখতে হবে তা,বলাই বাহুল্য।;

Update: 2025-04-28 19:05 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুর্গপুর ব্যারেজের মেরামতির জন্য তৈরি বিকল্প অস্থায়ী রাস্তার পরিদর্শনে এসে ইঞ্জিনিয়ারকে বেধড়ক ধমক দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।এমনকি ইঞ্জিনিয়ারকে ছোকরা বলে সন্বোধন করে, তাকে একহাত নেন মানস বাবু৷ তিনি বলেন, ৩৪ টা বছর তো কুরে,কুরে খেয়েছ! এদিন পরিদর্শনের আগা গোড়ায় রনং দেহী মেজাজে ছিলেন তিনি৷ এদিকে,এই অস্থায়ী রাস্তা দিয়ে বড়ো গাড়ি চলাচলে কোন সমস্যা না হলেও মোটর সাইকেল চলাচল বিপদ জনক হয়ে পড়েছে। এবং মোটর সাইকেল হড়কে গিয়ে দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে।। এই অভিযোগ পেয়েই মানস বাবু তড়িঘড়ি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিক দের বলেন, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে, তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে চলে এলেন।

কারণ আসাটা জরুরি ছিল। তাই আজ পরিদর্শনে এসে এই বিকল্প পথের সমস্যা গুলি চিহ্নিত করে, তা সমাধানের পথ খুঁজতে তিনি এদিন উচ্চ পর্যায়ের বৈঠকও সারেন৷ তবে ১৫ জুনের মধ্যে মেরামতির কাজ শেষ না হলে ভোগান্তি যে বাড়বে তা মন্ত্রীর কথায় স্পষ্ট। তিনি বলেন,বর্ষার সময় কাজ বন্ধ থাকলে তা বর্ষার পর করা হবে। সেক্ষেত্রে,এই বিকল্প রাস্তা দিয়েই যান চলাচল চালু রাখতে হবে তা,বলাই বাহুল্য।দুর্গপুর ব্যারেজের সাথে ৮ টি জেলার যোগাযোগ ব্যবস্থার যোগসুত্র রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সেতুর মেরামতির কাজ সারা যায় তার চেষ্টা করা হবে।এখন দেখার বর্ষার মরসুম আসার আগে অর্থাৎ ১৫ জুনের মধ্যে আদৌ এই সেতু মেরামতের কাজ সম্পন্ন হয় কিনা?

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News