স্থানীয় বালি ও কয়লা মাফিয়াদের বিনিয়োগ অবৈধ পোস্ত চাষে!আবগারি হানা মালিয়াড়ায়, নষ্ট করা হল প্রায় ১০ লাখ অবৈধ পোস্ত গাছ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার দামোদর চর সংলগ্ন এলাকা গুলিতে অবৈধ পোস্ত চাষের রমরমা নুতন কোন ঘটনা নয়। ফি বছর বিঘার পর বিঘা জুড়ে অবৈধ পোস্ত চাষ চলে বড়জোড়া,বেলিয়াতোড়, মেজিয়া, সোনামুখী এলাকার দামোদর চর লাগোয়া গ্রাম গুলিতে।এবার,অবৈধ বালি ও কয়লা কারবারে প্রশাসন জোর লাগাম টানার জেরে, জেলার বালি ও কয়লা মাফিয়াদের একাংশ এই অবৈধ পোস্ত চাষে বিনিয়োগ করছে বলে সুত্রের খবর। তার ফলে, এবছর জেলায় অবৈধ পোস্ত চাষ গত বারের তুলনায় বেড়েছে। অনেকটা নীলকর সাহেবদের ঢঙ্গে, চাষীদের আগাম টাকা দিয়ে, পোস্ত চাষ করাচ্ছে তারা। এবং পোস্তর থেকে আফিম বেচে মোটা টাকা মুনাফা লুঠতে চাইছে স্থানীয় এই কয়লা ও বালি মাফিয়াদের একাংশ।
তবে,তাদের এই অবৈধ কারবারে জল ঢেলে দিতে কোমর বেঁধে নেমে পড়েছে জেলা আবগারি দপ্তর,জেলা পুলিশ এবং স্থানীয় ব্লক প্রশাসন। তারা একযোগে হানা দিচ্ছেন এই অবৈধ ভাবে চাষ করা পোস্ত জমিতে।বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের পিংরুই গ্রামের দামোদর ঘাট লাগোয়া প্রায় ৭০ বিঘা এলাকা জুড়ে চাষকরা ১০ লাখ ৮ হাজার পোস্ত গাছ নষ্ট করল আবগারি দপ্তর।এই বিশেষ অভিযানে বড়জোড়া পুলিশ এবং বড়জোড়া ব্লক প্রশাসনও সামিল হয়। পিংরুই মৌজা জুড়ে এই বিশাল সংখ্যক অবৈধ পোস্ত গাছ নষ্ট করায় এযাত্রায় বেআইনী পোস্ত চাষের কারবারি,তথা আফিম মাফিয়ারা জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। এদিকে,আবগারি দপ্তর সুত্রে জানা গেছে,গোপন সুত্রে খবর পেয়েই তারা শনিবার এই বিশেষ অভিযান চালান।এবং জেলা জুড়ে লাগাতর এমন অভিযান চালানো হবে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇