গঙ্গাজলঘাটিতে অবৈধ জ্বালানি তেলের ডিপোয় যৌথ হানা,পুলিশ ও এনফোর্সমেন্টের,বাজেয়াপ্ত ৮০০ লিটার ডিজেল।

Update: 2021-06-29 03:30 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় অবৈধ জ্বালানি তেলের কারবার ঠেকাতে এবার যৌথ অভিযান শুরু করল পুলিশ ও এনফোর্সমেন্ট দপ্তর। এই যৌথ হানাদারিতে বাঁকুড়া -রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক সংলগ্ন ধবনী গ্রামের একটি অবৈধ ডিপো থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করা হয়।


যদিও পুলিশি হানার ঘটনা আগাম টের পেয়ে যাওয়ায় এই অবৈধ কারবারীরা আগে,ভাগেই গা ঢাকা দেয়। ফলে অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। জাতীয় সড়ক লাগোয়া একটি দোকান ঘরের মধ্যেই এই অবৈধ জ্বালানি তেলের ডিপো চলছিল দীর্ঘ দিন ধরে। গঙ্গাজলঘাটি থানার পুলিশ এনফোর্সমেন্ট দপ্তরকে সাথে নিয়ে এই ডিপোয় অভিযান চালায়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মেজিয়ার পালের বাঁধে একটি অবৈধ জ্বালানি তেলের ডিপোয় হানা দিয়ে পুলিশ ১৮০০ লিটার কেরোসিন ও ৯০০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করার পাশাপাশি,বিধান পাল ও উত্তম পাল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।জেলা পুলিশ সুত্রে খবর, সারা জেলা জুড়ে চলা এমন অবৈধ জ্বালানি তেলের কারবার বন্ধে এবার বিশেষ অভিযান চালানো হবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News