বড়জোড়া- বেলিয়াতোড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৭০ টি হাতি,বন দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ বাঁদরকোন্দা গ্রামে।
এই গ্রামেই প্রায় ৩০ টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। জমির ধান নষ্ট করছে।বন দপ্তর তা ঠেকাতে ব্যার্থ। আবার হাতির হানায় ক্ষতিপূরণের আগের বকেয়া টাকাও মিলছে না।তাই সমস্যায় পড়েছেন এই গ্রামের বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই তারা ক্ষোভ উগরে দিয়েছেন বন দপ্তরের বিরুদ্ধে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। ধানভরা জমি হাতির হানায় তছনছ হয়ে যাচ্ছে।ফলে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা জমির ফসল।পাশাপাশি,ভাঙ্গছে বাড়িঘরও।অথচ উদাসীন বন দপ্তর। এমনটাই অভিযোগ তুলে এবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বীটের বাঁদরকোন্দা গ্রামের বাসিন্দারা।তারা বাঁকুড়া-বর্ধমান ভায়া সোনামুখী-বেলিয়াতোড় রাস্তার উপর বাঁদরকোন্দা মোড়ে প্রায় ঘন্টা আড়াই পথ অবরোধ করেন।আর সেই অবরোধ হটাতে গিয়ে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা।
বেলিয়াতোড়ের রেঞ্জ অফিসার মহিবুল ইসলামকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত।চাষীরা৷ তাদের, অভিযোগ,এই গ্রামেই প্রায় ৩০ টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। জমির ধান নষ্ট করছে।বন দপ্তর তা ঠেকাতে ব্যার্থ। আবার হাতির হানায় ক্ষতিপূরণের আগের বকেয়া টাকাও মিলছে না।তাই সমস্যায় পড়েছেন এই গ্রামের বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই তারা ক্ষোভ উগরে দিয়েছেন বন দপ্তরের বিরুদ্ধে।এদিকে, এত সংখ্যক হাতির পালকে বাগে আনা যে সহজ কাজ নয় তা কার্যত টের পাচ্ছেন বন দপ্তরের কর্তারা৷ এখন বেলিয়াতোড়, বড়জোড়া রেঞ্জের পাবয়া,সাহারজোড়া,সরগড়া এলাকা মিলিয়ে প্রায় ৭০ টি হাতি রয়েছে।
তাই বাঁদরকোন্দার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিকে,অবরোধের জেরে পুজোর ছুটির পর সোমবার প্রথম কাজের দিন বিড়ম্বনায় পড়েন অফিস যাত্রী ও নিত্যযাত্রীরা।প্রায় আড়াই ঘন্টা যান চলাচল ব্যহত হয় এই রুটে।পরে অবশ্য গ্রামবাসীদের দাবি মেটানোর আশ্বাস মেলায় অবরোধ তুলে নেন তারা। তবে, হাতির হানা অব্যাহত থাকলে তারা ফের বড়ো আন্দলোনে নামতে বাধ্য হবেন বলেও হুমকি দেন এদিন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇