দামোদরে তলিয়া যাওয়া ৩ পড়ুয়ার মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার,বাকিদের খোঁজে তল্লাশি জারি।

দুর্গাপুরে একটি স্কুল থেকে পালিয়ে, মঙ্গলবার দুপুরে,দামোদর ব্যারেজের বড়জোড়া থানা এলাকার ঘাটে স্নান করতে নেবে তলিয়ে যাওয়া তিনপড়ুয়ার মধ্যে একজনের দেহ উদ্ধার হল আজ।।বাকি দুজনের খোঁজে চলছে তল্লাশি।;

Update: 2023-06-28 06:50 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্কুল পালিয়ে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল আজ। এখনও আরও দুই পড়ুয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের একটি স্কুল থেকে জনা আটেক পড়ুয়া দুর্গাপুর ব্যারেজের বড়জোড়া থানা এলাকার একটি ঘাটে স্নান করতে নামে। সেই সময় একজন জলে তলিয়ে যাচ্ছিল। তাকে বাঁচাতে চেষ্টা চালায় বাকিরা।এবং আরও তিন জন তলিয়ে যায়। স্থানীয়রা তিন পড়ুয়াকে উদ্ধারের চেষ্টা চালালেও তা বিফলে যায়। বাকি ৫ পড়ুয়াকে বড়জোড় থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি, শুরু হয় তল্লাশি।

 আজ উদ্ধারকারী দল সৌমদীপ সাহা(১৬) নামে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে। এবং তলিয়ে যাওয়া আরও দুই পড়ুয়া শুভজিৎ নস্কর ও ভিকি শীলের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। এমনটাই জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক কে,রাধিকা আয়ার। এই আট জনের সকলেই দশম শ্রেণির ছাত্র। এবং দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানাগেছে। এদিকে,বড়জোড়া থানার পুলিশ উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তে পাঠাচ্ছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News