#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃষ্টি কে উপেক্ষা করে জেলার নদীতে,নদীতে তর্পণের ভীড়! পিতৃপক্ষের অবসানে পূর্ব পুরুষদের তর্পণের মাধ্যমে তৃপ্ত করতে শহরের গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীতে সামিল হন শহরবাসী। বৃষ্টি এড়াতে ছাতা মাথায় পুরোহিতরা এদিন তর্পণ সারেন। সকালে বৃষ্টির দাপট বেশী থাকলেও একটু বেলা বাড়তেই বৃষ্টি কমায় নদী ঘাট গুলোয় ভীড় বাড়ে। একই চিত্র জেলার কংসাবতী,শিলাবতী, ও দামোদর নদীর ঘাট গুলোতেও।এদিন,রাজগ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে সাত সকালেই তর্পণ সারেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
পৃতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণই হল মহালয়া। আজ থেকেই শুরু হয়ে গেল দেবীপক্ষের। বাঁকুড়া২৪X৭পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল শুভ শারদীয় উৎসবের শুভেচ্ছা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]