বিশ্ব ক্যান্সার দিবসে বাঁকুড়া মেডিকেলে ক্যান্সার রোগীদের জন্য চালু হল ই- প্রেসক্রিপশন পরিষেবা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব ক্যান্সার দিবসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য চালু হল ই-প্রেসক্রিপশন পরিষেবা। কলকাতার পর মফস্বলের সরকারী হাসপাতাল হিসেবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেই রাজ্যে প্রথম এই ই-প্রেসক্রিপশন পরিষেবা চালু করে নজীর গড়ল বলে দাবী, হাসপাতাল কতৃপক্ষের। এই অত্যধুনিক পরিষেবা চালু হওয়ায় ক্যান্সার রোগীদের,বা তাদের পরিবার পরিজনদের আর রোগের শুরু থেকে নানা ধাপের গাদা,গাদা,প্রেসক্রিপশন বয়ে নিয়ে আসতে হবে না। বা,চিকিৎসার নানা ক্লিনিক্যাল টেস্টের রিপোর্ট বয়ে নিয়ে যাওয়ারও ঝক্কি থাকছে না। পাশাপাশি, হাসপাতালে রোগীর যাবতীয় প্রেসক্রিপশনের ডাটা জমা থাকায় রোগীরা আগের মতো প্রেসক্রিপশন হারানোর ফলে,যে সমস্যায় পড়তেন তারও আর আশঙ্কা থাকছে না। এছাড়া ডিজিট্যালি এই প্রেসক্রিপশন সহজে এক বিভাগ থেকে অন্য বিভাগে ফরোয়ার্ডিং এর ক্ষেত্রেও সুবিধে হবে বলে জানিয়েছেন, এই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম প্রধান। ক্যান্সার রোগী থেকে মেডিকেলের ডাক্তাররাও খুশী এই পরিষেবা চালু হওয়ায়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]