বাঁকুড়া স্টেশনে প্রতিবন্ধী ও বয়ষ্ক যাত্রীদের জন্য র্যম্প তৈরীর দাবী জানানো হল ডিআরএম ও সাংসদ কে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া রেল স্টেশনে প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের জন্য প্লাটফর্মে কোনো র্যাম্প না থাকায়, সমস্যার মধ্যে পড়তে হয় এই বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের।
দীর্ঘ দিন ধরে এই সমস্যা চললেও তা মেটাতে কোনো উদ্যোগ নেয়নি রেল কতৃপক্ষ!
অবশেষে, আজ ৭৬০ জমের গণ স্বাক্ষর সম্বলিত র্যম্প গড়ার "দাবী পত্র " সাংসদ মুনমুন সেন ও রেলের আদ্রার ডিআরএম এস,কে,শ্রী বাস্তবের হাতে তুলে দেওয়া হল।
শহরের ব্যবসায়ী পিঙ্কেশ ঠক্কর নিজের উদ্যোগে, এই গণ স্বাক্ষর সংগ্রহ করে পুরো বিষয়টি রেল কতৃপক্ষ এবং সাংসদের নজরে আনলেন।
এর ফলে, শহরবাসীর দীর্ঘ দিনের র্যাম্প গড়ার দাবী পূরণ হবে বলে আশাবাদী সকলে।
অন্যদিকে, ডিআর এম মিঃ শ্রীবাস্তব জানান, ইতিমধ্যেই লিফট এবং অন্য একটি এফওবি বসানোর পরিকল্পনা করে রেখেছে রেল। ফলে, এই সমস্যা তখন মিটে যাবে বলেও দাবী করেন তিনি। যদিও, পিঙ্কেশ বাবুর পাল্টা যুক্তি র্যাম্পের বিকল্প কখনই লিফট হতে পারেনা! তাই তিনি র্যাম্প তৈরীর পক্ষেই জোর সওয়াল করেছেন।
এরপরও রেল সমস্যা না মেটালে, ঊর্ধতন কতৃপক্ষের কাছে দরবার করা হবে বলেও জানান পিঙ্কেশ বাবু।