হাসপাতাল থেকে ছুটি মিলল পাত্রসায়রের করোনা আক্রান্ত কিশোরের, তবে বাড়ীতেই সাত দিন টানা পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

Update: 2020-05-25 14:01 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার সনকা হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হল বাঁকুড়ার পাত্রসায়রের করোনা আক্রান্ত কিশোরকে। তবে ছুটির পর তাকে বাড়িতেই বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানান,ওই কিশোর কলকাতা থেকে ফেরার পর ১৪ দিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে। পাশাপাশি,সে সম্পূর্ণ সুস্থ থাকায় তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন,আইসিএমআর-এর গাইডলাইন মেনেই তাকে ছুটি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন তাকে আরও সাত দিন হোম কোয়ারেন্টাইনেই বিশেষ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় স্বাস্থ্য কর্মীরা নিয়মিত তার শারীরিক খোঁজ খবর রাখবেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News