ফের জেলায় একদিনে ৩ কোভিড আক্রান্তের মৃত্যু,ফলে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০ জন।

জেলায় ভয়ানক আকার নিচ্ছে করোনা। নিয়মিত বাড়ছে মৃত্যু গ্রাফ! জেলায় এপর্যন্ত কোভিড কেড়ে নিয়েছে ২০ টি প্রাণ। এর মধ্যে নুতন করে একদিনেই মারা পড়লেন তিন জন। ফলে উদ্বেগ বাড়ছে জেলা জুড়ে।;

Update: 2020-09-01 16:59 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় কোভিড গ্রাসে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। ফের একদিনে ৩ জন কোভিড আক্রান্ত রোগী প্রাণ হারালেন জেলায়। ফলে বাঁকুড়া জেলা জুড়ে এপর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে। পাশাপাশি, বাড়ছে নুতন করে আক্রান্তের সংখ্যাও। একদিনে জেলায় নুতন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন। তবে সেরেও উঠেছেন অনেকেই। এইদিনই নুতন করে সেরে উঠলেন এক লপ্তে ৬৫ জন। আর জেলায় এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৫৪৮ জন। আর জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২,৬৪৯ জন এবং সেরে উঠেছেন ২,০৮১ জন। স্বাস্থ্য দপ্তরের আজকের বুলেটিনে ৩১ আগস্টের নিরিখে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও । 👇

Full View


Tags:    

Similar News