#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "মল্লের -রা"... এখনও এই রা, অর্থাৎ মহা শব্দ শ্রবণেই, মহা অষ্টমীর সন্ধিক্ষণ নির্নয় হয় সারা মল্লভূমে। দেবী মৃন্ময়ীর মন্দিরে কামানের তোপ ধ্বনি সারা মল্লভূমে মল্লের রা - নামে পরিচিত।
মল্লরাজ বংশের প্রথা মেনে আজ সন্ধিক্ষণে তোপ দেওয়া হোল কামানের।
এরপর, নবমীর শিশুতি রাতে মহামারীর দেবী খচ্চর বাহিনীর আবাহন করার প্রথা চলে আসছে।
তবে, এই দেবীর সম্মুখে দাঁড়ানো চলেনা। মহামারী কে চাক্ষুষ করলেই মহা বিপদ।
তাই, পিছন ফিরেই এই দেবীর পূজো অর্চনা করতে হয়।
এবং তা মহা নবমীর নিশুতি রাতে। কথিত আছে, দেবীকে তুষ্ট রাখলেই মহামারী থেকে মল্লভূম কে রক্ষা করবেন তিনি।
তাই, আজও পূজিত হয়ে আসছেন দেবী খচ্চর বাহিনী।
মহা অষ্টমীর সন্ধি পূজোর পর নবমীর নিশুতি রাতে খচ্চর বাহিনীর পূজো রাজ পরিবারের দূর্গা পূজোর অন্যতম প্রধান উপাচার।
#মল্লের রা...শুনতে ভিডিও ক্লিক করুন। [embed]