সিকিমে আটকে থাকা বাঁকুড়ার ২৭ জনই নিরাপদে আছেন, পরিবারের সাথে যোগাযোগও হয়েছে। ফেরানোর উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

পরিস্থিতির খানিক উন্নতি হতেই পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছেন আটকে থাকা মানুষজন। আটকে থাকা বাঁকুড়ার বাসিন্দাদের জেলায় ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে। সিকিমে আটকে আছেন যারা তাদের অনেকেই ওখানে কাজ করেন আবার বেশ কিছু আছেন যারা পর্যটক হিসেবে বেড়াতে গিয়েছিলেন।

Update: 2023-10-07 07:45 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সিকিমের মেঘভাঙ্গা বৃষ্টির ফলে বিপর্যয়ের জেরে বাঁকুড়া থেকে সেখানে গিয়ে আটকে আছেন অন্তত ২৭ জন।তারা নিরাপদেই আছেন বলে জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে। এমনকি তাদের সাথে প্রতিনিয়ত জেলা প্রশাসন যোগাযোগ রাখছে।জেলার বিষ্ণুপুরের এক ইঞ্জিনিয়ার সিকিমে আটকে থাকলেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না।অবশেষে শুক্রবার আটকে থাকা ওই যুবকের সাথে পরিবারের যোগাযোগ হওয়ায় তারা কার্যত উদ্বেগ মুক্ত হলেন। টানা কদিনের দু:খের আবহ কাটিয়ে উঠে ভিডিও কল করতে ফেরে বেজায় খুশী পরিবারের সকলে। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের বাসিন্দা সেখ সুমন।

উত্তর সিকিমের লাচেন এলাকায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে সে। ছোট বেলাতেই মা ও বাবা দুজনকে হারিয়েছেন সুমন।তাই জ্যেঠু ও জেঠিমার কাছেই তার বেড়ে ওঠা। বিষ্ণুপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ওড়িশায় প্রথম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পায়।সেখান থেকে মাস পাঁচ আগে সিকিমের লাচেনে অন্য একটি নির্মাণ সংস্থায় সে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করে।গত শনিবার পরিবারের সাথে তার শেষ কথা হয়। তারপর আর কোন যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার।অবশেষে, অনেক কষ্ঠে শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা হয় পরিবারের।

সে পরিবারকে জামিয়েছে,এখম লাচুং এলাকায় তার কাজ চলছে। এবং নিরাপদেই রয়েছেন।এদিকে,পরিবারের লোকজন রাজ্য সরকারের কাছে তাদের আদরের ছেলেকে বাড়ি ফেরানোর দাবি তুলেছে।এখন,দেখার কত তাড়াতাড়ি সুমন তার বাড়িতে ফিরতে পারে। এদিকে, এখনও পর্যন্ত সিকিমে জেলার ২৭ জন আটকে আছেন।এই সংখ্য বাড়াতেও পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কারণ পরিস্থিতির খানিক উন্নতি হতেই পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছেন আটকে থাকা মানুষজন। আটকে থাকা বাঁকুড়ার বাসিন্দাদের জেলায় ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

 সিকিমে আটকে আছেন যারা তাদের অনেকেই ওখানে কাজ করেন আবার বেশ কিছু আছেন যারা পর্যটক হিসেবে বেড়াতে গিয়েছিলেন।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News