শুনুন মল্লের রা! যার শব্দে আজও মল্লভূমে নির্ণয় হয় মহা অষ্ঠমীর সন্ধিক্ষণ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের কুল দেবী মা মৃন্ময়ীর পূজোয় মহা আষ্ঠমীর সন্ধিক্ষণ নির্ণয়ে আজও দেওয়া হয় কামানের তোপ ধ্বনি। যার শব্দ শুনে মল্লভূম তথা বিষ্ণুপুরের আন্যান্য পুজো মন্ডপের সন্ধিক্ষণ স্থির হওয়ার এই প্রথা চলে আসছে হাজার বছরেরও বেশী সময় ধরে। কামানের এই তোপ ধ্বনি মল্লের রা"- নামে সারা মল্লভূমে পরিচিত।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]