আমাদের খবরের জের, জয়পুরে হাল ফিরল বেহাল রাস্তার। খুশী গ্রামের মানুষ।

Update: 2018-10-08 13:07 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুয়োতলা থেকে হাটতলা পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। বৃষ্টি হলে চলায় দায় হয়ে পড়ত পথচারীদের। রাস্তার মাঝে গর্তে জমা জল,আর কাদায় জেরবার হতে হত গ্রামবাসীদের।

নিত্য শয়ে,শয়ে মানুষের যাতায়াত এই পথে হলেও এই পথের হাল ফেরাতে কোন উদ্যোগ নেয় নি স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন। এই মর্মে আমরা গ্রামবাসীদের সমস্যা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা তুলে ধরে সংবাদ পরিবেশন করি। সেই সংবাদ আমাদের বহুল প্রচারিত সংবাদ পোর্টালের মাধ্যমে বাঁকুড়ার জেলাশাসক উমা শঙ্কর এসের নজরে পড়লে,তিনি স্থানীয় প্রশাসনকে রাস্তার হাল ফেরাতে নির্দেশ দেন। এরপরই তড়িঘড়ি রাস্তাটির হাল ফেরানো হয়।

পূজোর আগে এই ঝকঝকে রাস্তা উপহার পেয়ে খুশী স্থানীয় বাসিন্দারা। তবে তারা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করারও অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

এদিকে, আমাদের খবর দেখে জেলাশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আমরা আমাদের নিউজ পোর্টাল ও গ্রামবাসীদের পক্ষ থেকে জেলা শাসক মহাশয় কে ধন্যবাদ জানাই।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News