তালডাংরা বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু তৃণমূলের,পালটা কটাক্ষ বিজেপির।

তালডাংরায় জোর কদমে শুরু হয়ে গেল দেওয়াল লিখন।প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই তৃণমূলের হেভী ওয়েট দুই নেত্রী চুটিয়ে দেওয়ল লিখন সারলেন। রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় নিজে হাতে দেওয়াল লিখন সারেন।

Update: 2024-10-18 06:54 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ১৩ ই নভেম্বর তালডাংরা বিধানসভার উপ নির্বাচন। যদিও কোন রাজনৈতিক দলই এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি।তবুও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ তালডাংরা বাজারে জোর কদমে শুরু হয়ে গেল দেওয়াল লিখন।প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই তৃণমূলের হেভী ওয়েট দুই নেত্রী চুটিয়ে দেওয়ল লিখন সারলেন এদিন। রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় নিজে হাতে দেওয়াল লিখন সারেন।সাথে ছিলেন এই দুই নেত্রীর অনুগামীরাও। দুজনেরই দাবি এই আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

অন্যদিকে,প্রার্থী ঘোষণার আগে,ভাগে তৃণমূল কংগ্রেসের দুই হেভী ওয়েট নেত্রীর দেওয়াল লিখনকে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি। বিজেপির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার দেওয়াল লিখনের সাথে আরজিকর কান্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News