এবার ছাতনায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার,গ্রামে সমবেদনা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক।
একে,একে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যাচ্ছে জেলায়,আর আবাস যোজনা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। কিন্তু এখনও যারা বিপদজনক ভাবে কাঁচা বাড়িতে বসবাস করছেন তাদের বাঁচাতে কি কোন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে? কি রাজ্য,কি কেন্দ্র কোন সরকারি আমলার কাছেই এর সদুত্তর নেই!
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকাদহে দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল চাপ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল ছাতনায়। এখানকার ঘোষের গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসপাহাড়ি গ্রামে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে পুরবী হাঁসদা নামে এক ৬৭ বছরের বৃদ্ধার।এই গ্রামের সিংহ ভাগই আবাস যোজনা থেকে বাঞ্ছিত। গ্রামে ৬০ টিরও বেশী কাঁচা বাড়ি।তার মধ্যে অধিকাংশই বিপদজনক সীমায় রয়েছে।ভারি বৃষ্টি হলে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে দুর্বল মাটির দেওয়াল।তবুও সেসব তোয়াক্কা না করেই চলছে দিন যাপন। প্রশ্ন উঠছে আবাস যোজনা নিয়েও।
গ্রামবাসীদের অভিযোগ, বারে,বারে এই বাড়ির ভগ্নদশার বিষয়টি পঞ্চায়েতে জানিয়েও সমস্যা মেটেনি। এদিকে,এই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে গ্রামে সমবেদনা জানাতে গিয়ে তুমুল বিক্ষোভের মধ্যে পড়েন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান শান্তনু কুন্ডুর অভিযোগ, কেন্দ আবাস যোজনার টাকা আটকে রাখায় তালিকায় নাম থাকলেও বাড়ি জন্য টাকা বরাদ্দ করা যায় নি।অন্যদিকে,বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এই আবাস যোজনায় বাড়ি না মেলার জন্য ছাতনার বিডিওকেই দায়ী করেছেন।
একে,একে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যাচ্ছে জেলায়,আর আবাস যোজনা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। কিন্তু এখনও যারা বিপদজনক ভাবে কাঁচা বাড়িতে বসবাস করছেন তাদের বাঁচাতে কি কোন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে? কি রাজ্য,কি কেন্দ্র কোন সরকারি আমলার কাছেই এর সদুত্তর নেই!
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇