#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
এদিন শহরের সতীঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড় অবরোধ করে। যার জেরে কিছিক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
খানিক পরে অবশ্য, অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।[embed]