পাত্রসায়রে বিডিআর লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মানসিক ভারসাম্যহীন মহিলা।

Update: 2019-09-06 08:44 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রেল লাইনে ঝাঁপ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলার পাত্রসায়র থানার বোরলবাঁদী এলাকায়। আজ সকালে এই ঘটনা ঘটে। মৃত মহিলার নাম মমতা পরামানিক (৫৫)। তিনি পাত্রসায়রের হামীরপুরের বাসিন্দা। মৃতের দেওয়র ধনঞ্জয় পরামানিক জানান, মমতা দেবী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বাড়ীতে নানা উৎপাতও করতেন। এ-র আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। এদিন বিডিআর লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/chameleon-recorded-at-simlapal/img-20190820-wa0000_240x330_480x660_768x1056_1024x1408_1200x1650/" rel="attachment wp-att-6203">

Similar News