বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :মুদী দোকানে হানা থেকে স্কুলের মিড ডে মিলের ভাঁড়ারে রাখা চাল সাবাড়!পাশাপাশি, দুই রেসিডেন্সিয়াল গ্রামে ঢুকে তান্ডব চালানোর জেরে,জেরবার হয়ে পথ অবরোধে সামিল হয়ে বন দপ্তরকে একহাত নিলেন গ্রামবাসীরা। বুধবার ভোর রাতে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর গ্রামে ব্যাপক তান্ডব চালায় এই দুই রেসিডেন্সিয়াল হাতি।হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মুদী দোকান ও গ্রামের প্রাথমিক স্কুল। প্রথমে মুদিখানার দোকানটিতে হামলা চালানোর পর হানা দেয় স্কুলে।সাবাড় করে মিড ডে মিলের চালও।বেপরোয়া তাডব চলে গ্রাম জুড়ে। ফলে,ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।ভোর সাড়ে ৫ টা থেকেই তারা সামিল হন পথ অবরোধে। বাঁকুড়া সোনামুখী রাস্তায় বৃন্দাবনপুর মোড়ে অবরোধ বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনকর্মীরা। এলাকা থেকে হাতি হটানো ও উপযুক্ত ক্ষতিপুরনের দাবী তুলে চলে বিক্ষোভ।
পরে সমস্য সমাধনের আশ্বাসে সকাল ৮টা নাগাদ অবরোধ ওঠে। জানা গেছে উত্তর বাঁকুড়ায় এখন ৫ টি রেসিডেন্সিয়াল হাতি আছে।যার মধ্যে ৪টি দাপিয়ে বেড়াচ্ছে বেলিয়াতোড়, বড়জোড়া এলাকায়।
বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি এফ ও ভাস্কর জে ভি জানান,বন দপ্তর সব সময় গ্রাৃবাসীদের পাশে আছে।যাদের ক্ষয়,ক্ষতি হয়েছে তারা নিয়ম মতো ক্ষতিপূরণও পাবেন।