পুরভোটে বিজেপিকে টেক্কা দিতে কী রণ কৌশল নিচ্ছে বাঁকুড়া যুব তৃণমূল? জেনে নিন।

Update: 2019-11-10 13:53 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর যুব তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই কার্যত, আসন্ন পুর ভোটের রণ কৌশল ঘোষনা করলেন জেলার যুব সভাপতি রাজ কুমার সিংহ। লোক সভার ভোটের ফলাফলের নিরিখে জেলার তিন পুরসভা তৃণমূলের হাত ছাড়া হওয়ার ইঙ্গিত মেলায়, পুর ভোটের আগে বিজেপি কে ঠেকাতে নুতন রণ কৌশল জেলার তিন পুর শহরের যুবদের বাতলে দেওয়া হল এদিন।

সেই মতো ব্লক স্তরে যেভাবে বিধানসভা ভোট কে সামনে রেখে প্রতি ব্লকে দু হাজার যুবক বাছাই করে "বিশেষ যুব বাহিনী" তৈরীর কাজ শুরু করেছে যুব তৃণমূল সেই একই আদলে, জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর, ও সোনামুখি এই তিন পুর শহরে ওয়ার্ড ভিত্তিক যুব বহিনী গঠন করার কৌশল নেওয়া হয়েছে। পাশাপাশি, শহরের যুবদের এলাকা ভিত্তিক বৈঠক করে জন সংযোগ গড়ে তোলার দাওয়াইও দেওয়া হয়েছে এই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে।

কারণ, দলের কাছে তিন পুরসভা দখলে রাখাটা এখন 'প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। তা নিজে মুখে স্বীকারও করেছেন যুব তৃণমূল সভাপতি রাজ কুমার সিংহ।

তাই, তিনি দলের যুব বাহিনীকে এদিন এই সম্মান রক্ষার লড়াইয়ে আসন্ন পুর ভোটের আগে পুরো শক্তি নিয়ে নামার হুইপও এদিন দিয়ে দেন জেলার যুব সভাপতি এদিন স্পষ্ট করে বলে দেন যে,সংগঠনে শুধু পদ আগলে পড়ে থাকলে চলবে না। কাজ করে দেখাতে হবে। কাজের ছেলে না হতে পারলে সে যে পদেই থাকুন না কেন, তাকে রেয়াত করবে না সংগঠন।

এভাবেই বিজয়া সম্মেলনের মঞ্চে এদিন পুর ভোটের প্রস্তুতি কার্যত সেরে নিল তৃণমূল বলে মনে করা হচ্ছে ।

এখন দেখার, শেষ পর্যন্ত এই "রণ কৌশল -ভোটের "রণক্ষেত্রে" কত খানি কাজে আসে? তা সময়ই বলবে।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News