পঞ্চায়েতে বোর্ড গড়তে বিজেপির বিজয়ী প্রার্থীকে দলে ভিড়িয়ে বিষ্ণুপুরে চমক তৃণমূলের।

বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার মোট ১২ টি আসনের মধ্যে ৬ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।৫ টি আসনে জয়ী হয় বিজেপি এবং ১ টি আসন গেছে নির্দল প্রার্থীর দখলে। এই অবস্থায় এই ১২ আসনের পঞ্চায়েতের ম্যাজিক ফিগার অটুট রাখতেই তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে নিজেদের দলে সলমা মূর্মুকে যোগদান করানোর টার্গেট নেয়।

Update: 2023-07-12 17:50 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দল বদলু বিধায়কের হাত ধরে বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের এক বিজয়ী পঞ্চায়েত সদস্যা সলমা মুর্মুর ফুল বদল কে ঘিরে জেলার রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। বিজেপির প্রতীকে জয়ী এই গ্রাম পঞ্চায়েত সদস্যা ফল প্রকাশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদলে নিজের পদ্ম শিবির ছেড়ে ঘাস ফুলের পতাকা নিজে হাতে তুলে নিলেন এদিন। তার হাতে নিজের বিধায়ক কার্য্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা তুলেদেন বিষ্ণুপুরের বিশায়ক তন্ময় ঘোষ।যিনি নিজেও দল বদলু বিধায়ক হিসেবে সারা বাংলা জুড়ে পরিচিত। তার।নেতৃত্বেই এই দল বদল  লে জানা গেছে।  

তবে,তন্ময় বাবু সংবাদ মাধ্যমে দাবি করেন যে, সলমা মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার উদ্যেশ্য নিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবং তিনি এই মর্মে আবেদনও করেন। তার পরই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সলমা দেবীরও সাফ জবাব তার গ্রামে বিজেপি বোর্ড গড়তে পারবে না। তাই এলাকার উন্নয়নের স্বার্থে তিনি মা মাটি মানুষের দলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করবেন।

প্রসঙ্গত,বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার মোট ১২ টি আসনের মধ্যে ৬ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।৫ টি আসনে জয়ী হয় বিজেপি এবং ১ টি আসন গেছে নির্দল প্রার্থীর দখলে। এই অবস্থায় এই ১২ আসনের পঞ্চায়েতের ম্যাজিক ফিগার অটুট রাখতেই তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে নিজেদের দলে সলমা মূর্মুকে যোগদান করানোর টার্গেট নেয়। অবশেষে সেই কাজে সফলও হন বিষ্ণুপুরের নিধায়ক তন্ময় ঘোষ। যিনি নিজেও বিষ্ণুপুর বিধানসভায় বিজেপির টিকিটে বিজয়ী হওয়ার পর তৃণমূল শিবিরে যোগ দেন। একই ভাবে তার পথেই হাঁটলেন সলমা মুর্মু থুড়ি তাকে হাঁটতে বাধ্য করা হল? তা নিয়েও জেলার রাজনৈতিক মহলে এখন চর্চা তুঙ্গে। পাশাপাশি, এভাবে অপারেশন ফুল বদলের তালিকায় আর কোন,কোন বিরোধী বিজয়ীরা আছেন? তা নিয়েও নানা গুঞ্জন চলছে জেলার রাজনীতির আঙ্গিনায়।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News