বাঁকুড়ার নতুন জেলাশাসক শেখ সিয়াদ এন,এবারও একসাথে বদলী অরুণ প্রসাদ ও রাধিকা আয়ারের।
বাঁকুড়ায় জেলাশাসক বদল,নতুন জেলাশাসক হচ্ছেন শেখ সিয়াদ এন,বদলি হলেন ডিআইজি বাঁকুড়া মুকেশ কুমার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ১০ ফেব্রুয়ারিতে স্বামী অরুণ প্রসাদের কাছে বাঁকুড়ার জেলাশাসক হিসেবে দায়িত্বভার নিয়ে ছিলেন কে,রাধিকা আয়ার। আর স্বামীর কাছ থেকে স্ত্রীর এই দায়িত্ব ভার গ্রহণের খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠেছিল। বাঁকুড়া থেকে বদলী হয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হয়েছিলেন অরুণ প্রসাদ।আর তার স্থলাভিষিক্ত হয়ে ছিলেন কে,রাধিকা আয়ার।এবারও দুজনের একসাথে বদলীর নির্দেশ জারি হল। পশ্চিম বর্ধমান থেকে অরুণ প্রসাদ নদীয়ার জেলাশাসক হলেন।তবে,তার স্ত্রী রধিকা আয়ার এবার অবশ্য জেলাশাসকের দায়িত্ব পান নি।তিনি।
কে,রাধিকা আয়ার বাঁকুড়া থেকে বদলী হয়ে কলকাতা এনভাইরোনমেন্টাল ডেভেলপমেন্ট প্রোজেক্টের ডাইরেক্টর পদে আসীন হচ্ছেন। অন্যদিকে,বাঁকুড়ার নতুন জেলাশাসক হয়ে আসছেন শেখ সিয়াদ এন।তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে ছিলেন।এদিকে, বাঁকুড়ার ডিআইজি মুকেশ।কুমারকেও বদলী করা হয়েছে। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের দায়িত্ব পেয়েছেন তিনি।আজ স্পেন যাত্রায় রওনার আগেই রাজ্যের পুলিশ ও আমলা স্তরে ব্যপক রদবদল করলেন তিনি। সোমবার রাজ্যের মন্ত্রী সভায় রদ বদলের রেশ কাটতে না কাটতেই আজ রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আমলা পর্যায়ে মেগা বদলী হল।
মুলত,লোকসভা ভোটের আগে রাজ্য একই পদে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা আধিকারিকদের বদলী করতেই মঙ্গলবার এই নির্দেশ জারি হয়েছে বলে মনে করা হচ্ছে।