জেলায় আজ ৯,৯,৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, কড়া নিরাপত্তায় ২২ টি গণনা কেন্দ্রে চলছে ভোট গোনার কাজ।

তিনটি স্তর মিলিয়ে মোট ৯,৯,৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। তাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতে আছেন ৮,০৬৭ জন,পঞ্চায়েত সমিতিতে ১,৬৪৭ জন এবং জিলা পরিষদে ২৫৪ জন প্রার্থী।

Update: 2023-07-11 04:02 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার ২২ টি ভোট গণনা কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চলছে ভোট গণনা। সকাল ৮ থেকে শুরু হয়েছে গণনার কাজ।প্রথমে ইডি অর্থাৎ ইলেকশন ডিউটির ব্যালট পেপার গোনা হবে। তারপর একে একে,গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,ও জিলা পরিষদের ভোট। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তা। পাশাপাশি,থাকছে ক্লোজ সার্কিট টিভি। জেলার প্রতিটি গণনা কেন্দ্রে জারি আছে ১৪৪ ধারাও। এবার জেলায় মোটের ওপর প্রায় ৮৩% ভোট পড়েছে।

ফলে তিনটি স্তরের ভোট গণানায় দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এমনকি রাত গড়িয়ে যেতে পারে। জেলায় মোট ২৭,৭০,৫১৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে

পুরুষ ভোটার ১৪,০৫,১৬২ জন এবং

মহিলা ভোটারের সংখ্যা ১৩,৬৫,৩৪৮ পাশাপাশি

অন্যান্য ভোটারের সংখ্যা ৪ জন। এদের মধ্যে প্রায় ৮৩% ভোটার ভোট দিয়েছেন।

তিনটি স্তর মিলিয়ে মোট ৯,৯,৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। তাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতে আছেন ৮,০৬৭ জন,পঞ্চায়েত সমিতিতে ১,৬৪৭ জন এবং জিলা পরিষদে ২৫৪ জন প্রার্থী।

এক নজরে :-

মোট নির্বাচক-2770514

পুরুষ-1405162

মহিলা-1365348

অন্যান্য- 4

মোট নির্বাচনী ক্ষেত্র :

জিলা পরিষদ - 56 (বিনা প্রতিদ্বন্দ্বী -0)

পঞ্চায়েত সমিতি : 561 (বিনা প্রতিদ্বন্দ্বী -106)

গ্রাম পঞ্চায়েত : 2982(3129 আসন) (বিনা প্রতিদ্বন্দ্বী -665)

মোট প্রার্থী-9968 জন গ্রাম পঞ্চায়েত -8067

পঞ্চায়েত সমিতি -1647

জিলা পরিষদ - 254

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News