কেন্দ্রীয় মন্ত্রী সভায় রদবদল আসন্ন,মন্ত্রীর দৌড়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের অভিষেক ঘটতে পারে বলে বিজেপি সুত্রে খবর। এবং সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে সৌমিত্র খাঁকে ইস্পাত বা কয়লা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। আবার ইস্পাত ও কয়লা দুটি দপ্তরের একযোগে প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Update: 2023-07-30 11:32 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীসভায় বড়ো রদবদলের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের আগেই এই রদবদল ঘটতে পারে বলে দিল্লীর রাজনীতির অলিন্দে জল্পনা তুঙ্গে। আর এই মন্ত্রীসভার রদবদলের ফলে কেন্দ্রের প্রতিমন্ত্রী হতে পারেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।সুত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী সভায় রদবদলের জেরে বাংলার বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের পদ হারাতে পারেন। বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে কয়েকজনকে ছেঁটে ফেলা হবে।সেক্ষেত্রে বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন কি না? তা নিয়েও জল্পনা চরমে।

তবে, প্রতিমন্ত্রী হিসেবে এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের অভিষেক ঘটতে পারে বলে বিজেপি সুত্রে খবর। এবং সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে সৌমিত্র খাঁকে ইস্পাত বা কয়লা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। আবার ইস্পাত ও কয়লা দুটি দপ্তরের একযোগে প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের সাংসদের। একটি সুত্রে আরও জানা যাচ্ছে,কেন্দ্রীয় মন্ত্রীর দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষও। বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীদের ছেঁটে নতুন করে কেবল দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁকে মন্ত্রী করা হতে পারে। যদিও,এই রদবদলের জল্পনা চলছে কিন্তু অফিসিয়াল ভাবে কোন তালিকা এখনও প্রকাশ হয়নি।

বিজেপি সুত্রে খবর, ১৫ ই আগস্টে মধ্যে এই রদবদল হওয়ার সসম্ভাবনা প্রবল। এবং একেবারে এক গুচ্ছ নতুন মুখ মন্ত্রীসভায় শপথ নেবেন। এখন দেখার শেষ পর্যন্ত বাঁকুড়া থেকে কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় কজন ঠাঁই পান? শেষ মুহূর্তে সুভাষ সরকারকেও দায়িত্বে রেখে দেওয়া হয় কিনা? সেই প্রশ্নও উঠছে। যদি সুভাষ বাবুকে না ছেঁটে সৌমিত্র খাঁ কে নতুন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়? সেক্ষেত্রে, বাঁকুড়া জেলা থেকে দুজন কেন্দ্রীয় মন্ত্রীত্ব পেয়ে নয়া রেকর্ড গড়বে তা বলাই বাহুল্য।এদিকে,শনিবার দিল্লী থেকে বাঁকুড়ায় আসেন সৌমিত্র খাঁ। এবং জেলার পাঞ্চজন্য ভবনে আর,এস,এস নেতাদের সাথে বৈঠক করেন।

যা মন্রী সভার রদবদলের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News