মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিক্ষোভ, বিজেপি বিধায়কের গাড়ীতে ঢিল মেরে তাড়া, কমিশনে নালিশ জানানোর তোড়জোড়।

Update: 2023-06-09 14:35 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এই ঘটনা ঘিরে আলোড়ন পড়ে গেছে জেলার রাজনৈতিক মহল জুড়ে।আজ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র দাখিলের প্রথম দিনেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল কোতুলপুরে। এখানকার বিডিও অফিসে কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার তার বিধানসভা এলাকার দলীয় প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র দাখিলের জন্য যান।সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এক দল জনতা।কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভের আঁচ বাড়তে থাকে।পুলিশের সামনেই বিধায়কের উদ্দেশ্যে গালিগালাজ করেন তারা।চোর,চোর বলে চিৎকারও করতে থাকেন।

এবং বিধায়ক হরকালী বাবুকে তেড়ে নিয়ে যান।এমনকি বিধায়কের গাড়ীতে ঢিল ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠেছে।এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন হরকালী প্রতিহার। এমনকি পুরো ঘটনার ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে নালিশ জানানো হচ্ছে বলে সূত্রের খবর। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবী এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোন যোগসুত্র নেই। আসলে ঠণ্ডা ঘরে বসে রাজনীতি করার ফল ভোগ করতে হচ্ছে এই বিধায়ককে এমন মন্তব্য করে তৃণমূলের দিকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করা হয়েছে।

এদিকে,মনোনয়নের প্রথম দিনেই এই ঘটনার জেরে এলাকা সরগরম। তার আঁচ এখন কতখানি ছড়ায় সেটাই এখন দেখার।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News