জয়পুরে সায়ন্তিকা কে ঘিরে বিক্ষোভ,পাইলট কারে ইট বৃষ্টি!
জয়পুরে সায়ন্তিকা কে ঘিরে বিক্ষোভ,পাইলট কারে ইট বৃষ্টি,বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, অভিযোগ অস্বীকার করে সৌমিত্র খাঁ পালটা সায়ন্তিকার বিরুদ্ধে তোপ দেগেছেন এদিন।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের মনোনয়ন কে কেন্দ্র করে বিষ্ণুপুর মহকুমা প্রথম দিন থেকেই উতপ্ত। আজ বিজেপিকে মনোনয়নে তৃণমূল কংগ্রেসের বাধা দানের প্রতিবাদে বিষ্ণুপুরের জয়পুর ব্লকের বাঘরোল গ্রামের কাছে বাঁকুড়া -আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সাংসদ সৌমিত্র খাঁ। সেই সময় ওই রাস্তা ধরে বাঁকুড়া থেকে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আচমকা ওই অবরোধ স্থল থেকে বিজেপির লোকজন সায়ন্তিকার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ও নানা কটুক্তি করতে থাকে৷ভিক্ষুককারীদের হাতে বিজেপির ঠান্ডাও ছিল বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
অভিযোগ সেই সময় কিছু উত্তেজিত জনতা ইট ছুঁড়তে থাকেন।সেই ইটের আঘাতে সায়ন্তিকার পাইলট কারের পিছনের কাঁচ ভেঙ্গে যায়। সায়ন্তিকার অভিযোগ,খোদ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর উস্কানিতে বিজেপির লোকজন তার গাড়িতে চড়াও হয় এবং বিক্ষোভ দেখায় এমনকি ইট ছুঁড়তে থাকে তারা। সেই ইটের আঘাতে পাইলট কারের কাঁচ ভাঙ্গে। যদিও,বিজেপি সাংসদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সায়ন্তিকার বিরুদ্ধে পালটা তোপ দাগেন।তিনি বলেন উনি এখানে গুন্ডাগিরি করতে এসেছিলেন।স্থানীয় লোকজন তাকে হটিয়ে দিয়েছেন। স্থানীয় জনতার ক্ষোপের শিকার তিনি।
এদিকে,পুলিশ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটবাস্থল ছেড়ে রওনা দেন সায়ন্তিকা। তবে এই ঘটনায় সায়ন্তিকার কোন চোট বা আঘাত লাগেনি। তিন গাড়ির মধ্যেই ছিলেন এবং গাড়ীর কাঁচ বন্ধ ছিল। তবে,এমন আচমকা বিক্ষোভের মুখে পড়ে এদিন খানিক বিব্রত বোধ করেন এই তারকা তৃণমূল নেত্রী।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇