বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শিয়রে লোকসভা ভোট! আর তার আগে মোদীর মাস্টার স্ট্রোক। এবার রাখির উপহার হিসেবে এক ধাক্কায় অনেকখানি গ্যাসের দাম কমিয়ে দিল কেন্দ্র সরকার। ফলে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি মিলল৷ সাধারণের জন্য রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার ৷ মঙ্গলবার মোদি সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেবে সরকার ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের (PMUY) অধীনে রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কম দামে কমছে।
আসন্ন লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসে এই ভর্তুকি বাড়ানোর পদক্ষেপ নিয়ে বিরোধীরা ইতি মধ্যে সরব হয়েছেন। রাজধানী ও রাজ্যের পাশাপাশি স্বাভাবিক ভাবেই জেলার বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলিও একই ভাবে প্রতিবাদে সরব হয়েছেন। বাঁকুড়ার বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রান্নার গ্যাসের দাম কমানো রাখির সেরা উপহার বলে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্যদিকে, লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমানোকে মোদীর নাটক বলে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত।
গ্যাসের দাম কমানোর ইস্যুর আঁচ লেগেছে জেলার রাজনীতিতেও।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇