বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : ( অভিজিৎ ঘটক,বিবড়দা) : এই প্রথম পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামে,গ্রামে চষে বেড়াচ্ছেন বিহারি বাবু তথা সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রোড শোয়ের পাশাপাশি তার নির্বাচনী সভায় ভীড় উপচে পড়ছে। এদিন বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবড়দাতে বিহারি বাবুর বাংলা ভাষণ শ্রোতাদের মনজয় করে নেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও শত্রুঘ্ন সিনহার নির্বাচনী সভায় ভীড় ছিল নজর কাড়া।এদিন বাঁকুড়া২৪X৭ কে সাক্ষাৎকারে জানান এই প্রথম তিনি পঞ্চায়েতের ভোট প্রচারে নেমেছেন। পঞ্চায়েত ভোট আমাদের দেশের গণতন্ত্রের মাতৃকা।
প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, উনি তো বিদেশে ভারতের গনতন্ত্রের কথা বলছেন। আর বাংলায় সেই গণতন্ত্ররের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোট সরকার বদলের ভোট নয় ঠিকই। তবে ২৪ এর দিল্লীর সরকার বদলের ভোটে এবার গেম চেঞ্জার কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন,বিহারি বাবুর গলায় "খামোশ" - ডাইলগ শোনার আবদারও মেটান। পাশাপাশি,বিরোধীদেরও খামোশ করার ডাক ও দেন এই তৃণমূল সাংসদ।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇