"আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো চলবে না"-এই দাবী তুলে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির একাংশের।

Update: 2023-09-23 15:51 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিজেপির ঘরোয়া কোন্দল এবং তা নিয়ে থানায় অভিযোগ, পালটা অভিযোগ কে কেন্দ্র করে বাঁকুড়ার সাংসদ তথা দেশের শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে বিজেপির একাংশ। সুভাষ বাবুর বিরোধী গোষ্ঠী আজ শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় প্রকাশ্যে সুভাষ বাবুকে কার্যত তুলোধুনো করেন।পাশাপাশি,বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।প্রসঙ্গত, সুভাষ বাবুকে বিজেপির জেলা কার্য্যালয়ে তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শনের জেরেই আজকে ফের বিজেপির সুভাষ বিরোধী শিবিরের আন্দোলনে শহর উত্তাল হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের দাবি,সুভাষ বাবুকে ঘিরে পার্টি অফিসে বিক্ষোভের পর শহরের চার নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।এই মামলা প্রতাহারের দাবিতেই তারা এই আন্দোলনে সামিল হয়েছেন।এমনকি মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের আঁচ আরো বাড়বে বলে হুমকিও দিয়েছেন এই সুভাষ বিরোধী শিবিরের লোকজন।তাদের সাফ কথা তারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছেন না,তাদের আন্দোলন সুভাষ বাবুর বিরুদ্ধে। ।যদিও,এই ঘটনায় সুভাষ বাবুর কোন প্রতিক্রিয়া মেলেনি।এদিকে, লোকসভা ভোটের আগে এভাবে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় যথেষ্ট চাপে বিজেপির অফিসিয়াল গোষ্ঠী তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News