#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগে আজ পতঙ্গ বাহিত রোগ ঠেকাতে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রচার অভিযান চালানো হল গ্রাম জুড়ে।
এদিন, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্য্যন্ত চলে পদ যাত্রা ও প্রচার অভিযান।
এই অভিযানে সামিল হন শ্যামনগর অঞ্চলের নবনিযুক্ত প্রধান মহাদেব কুন্ডু,উপপ্রধান রঞ্জিত লোহারএবং অন্যান্য পঞ্চায়েত সদস্য-সদস্যা গন,পঞ্চায়েত কর্মী বৃন্দ,স্বাস্থ্য কর্মী,আই সি ডি এস কর্মী,আশা ,স এইচ জি, ভি আর পি ও কন্যাশ্রী এর ছাত্রীরা সহ গ্রামের বিশিষ্ট বাসিন্দারাও অংশ গ্রহন করেন।
#দেখুন ভিডিও।[embed]