গ্রামবাসীদের তৈরী পাতার কোয়ারেন্টাইন সেন্টার চালুতে অসম্মতি, পুলিশকে ঘিরে বিক্ষোভ ইন্দপুরে।

Update: 2020-05-18 13:25 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা গ্রামে ফিরবেন।তাই,গ্রামবাসীরা নিজেদের লাগাতার পরিশ্রমে খেজুর গাছের ডাল,পাতা দিয়ে গড়ে তুলেছিলেন সুন্দর ইকো ফ্রেন্ডলি কোয়ারেন্টাইন সেন্টার। এই সেন্টারেই দিল্লী,মহারাষ্ট্র,ওড়িশা,চেন্নাই সহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ৬০ থেকে ৬৫ জনকে রাখার ব্যবস্থা করে রেখেছিলেন গ্রমবাসীরা। কিন্তু এই কোয়ারেন্টাইন সেন্টার চালুতে নাকি পুলিশের সাই ছিলনা। ইন্দপুর থানা এই সেন্টার চালুতে সম্মতিও দেয়নি। গ্রামবাসীদের দাবী,উল্টে গতকাল এই সেন্টার ভেঙ্গে দেওয়ার জন্য নানা মহল থেকে চাপ আসে। যার ফলে তা ভেঙ্গেও দেওয়া হয়।

আর এই ঘটনার পরই ক্ষোভ বাড়তে থাকে পুলিশের ওপর। আজ গ্রামে পুলিশ গেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিকে,ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকরাও একে,একে গ্রামে ফিরতে থাকেন। কিন্তু তাদের জন্য তৈরি কোয়ারেন্টাইন সেন্টার ভেঙ্গে দেওয়ায় তাদের গ্রামের স্কুলেই রাখার সিদ্ধান্ত নেয় পুলিশ - প্রশাসন।

গ্রামবাসীরা অবশ্য প্রশাসনের এই উদ্যোগে খুশী। তাদের সিংহভাগের মত যেহেতু কোয়ারেন্টাইনের সমস্যা মিটে গেছে তাই আর পুলিশের সাথে তাদের বিবাদেরও কোন প্রশ্ন নেই।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News