সনোলজিস্টের সই জাল করে ইউএসজি রিপোর্ট, কোতুলপুরে সিল ডায়াগনস্টিক সেন্টার, অনিয়মের দায়ে সোনামুখীতে শোকজ সেন্টার মালিককে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ডায়াগনস্টিক সেন্টার গুলোর পরিকাঠামোর রুটিন তল্লাসিতে বেরিয়ে জেলার কোতুলপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে বিস্তর অনিয়ম হাতে,নাতে ধরে ফেলায় ওই ডায়াগনস্টিক সেন্টারের ইউএসজি বিভাগ সিল করে দিল জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেনের নেতৃত্বে একটি টিম শুক্রবার হানা দেয় কোতুলপুরের এই সেন্টারটিতে। গিয়েই তল্লাশিতে ধরা পড়ে নানা গরমিল। সেন্টারটিতে ইউএসজি মেশিন চালানোর নিয়ম মানা হয়নি। নুতন মেশিন বসানো হলেও তার লাইসেন্স করানো হয়নি। পুরানো মেশিনের লাইসেন্স ব্যবহার করেই নুতন মেশিন চালানো হয় যা,একেবারে বেআইনী। পাশাপাশি পুরানো সনোলজিস্ট এখানে কাজ না করলেও তার সই জাল করে রিপোর্ট বানানো হচ্ছে। যা সবচেয়ে বড়ো অপরাধ। তাই সিএমওএইচ সেন্টারের ইউএসজি বিভাগ সিল করেদেন। এবং তিনি জানান এই সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেবে জেলা স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি,স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে গড়া ৮ জনের এই টিম কোতুলপুর ছাড়া সোনামুখীতেও হানা দেয়।সেখানেও একটি সেন্টারে নানা অসামঞ্জস্য ধরা পড়ায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে শোকজ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। সিএমওএইচ জানান,জেলা জুড়েই এই তল্লাশি অভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর। মানুষকে প্রকৃত পরিষেবা প্রদান নিশ্চিত করতেই নিয়মিত এই অভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর বলেও জানানো হয় এদিন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]