গাঁটছড়ার ৫০, বিয়ে রিভিউ বুড়ো বুড়ির,কলরব গ্রাম জুড়ে!

Update: 2020-02-18 03:09 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (নবেন্দু হাটি,ইন্দাস) : গাঁটছড়ার ৫০ পার! নাতি,নাতনি,মেয়ে,জামাই ও ছেলে পুলেদের আবদার মেটাতে শেষে ৫০ বছর আগের বিয়ের অনুষ্ঠানের রিভিউ করলেন ৭৮ বছরের প্রভাস চন্দ্র দত্ত এবং ৭০ উর্ধ্ব অনিমা দেবী। রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মালাবদল, সিন্দুরদান সহ বিয়ের যাবতীয় উপাচারে বিয়েতে মাতলেন এই প্রৌঢ় দম্পতি। বিয়ের আসরের পাশাপাশি, চলল জমিয়ে খাওয়া,দাওয়াও।আমন্ত্রিত ছিলেন আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীরাও। জীবন সায়াহ্ণে এসে এভাবে বিবাহবার্ষিকীতে বিয়ের পিঁড়িতে বসার সুযোগ মেলায় খুশী অনিমা দেবীও। স্মৃতির সরণি বেয়ে তিনি এদিন পাড়িদেন যৌবনের সেই বিয়ের আসরের দিনটিকে। আর প্রভাস বাবু জানালেন, সবার অনুরোধে বিয়ের সুবর্ণ জয়ন্তীতে বিয়ের রিভিউয়ের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। অন্যদিকে,বাবার এই অভিনব বিবাহবার্ষিকী পালন চুটিয়ে উপভোগ করেছেন পরিবারের সকলে বলে জানালেন প্রভাস বাবুর ছেলে মানবাশিস। পাশাপাশি,এই অভিনব বিয়ের আয়োজনে কলরব সারা ইন্দাস জুড়ে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Similar News