BIG BREAKING NEWS : বাঁকুড়া মেডিকেলে করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই যুবক। এরা পাত্রসায়রের বাসিন্দা বলে জানাগেছে।

Update: 2020-03-25 14:55 GMT

BIG BREAKING NEWS : বাঁকুড়া মেডিকেলে করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই যুবক। এরা,পাত্রসায়রের বাসিন্দা। অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইয়ে কর্মরত ছিলেন এই দুজন। সম্প্রতি বাড়ী ফেরেন তারা। কাল আর একপ্রস্ত পরীক্ষার পর চিকিৎসকরা মনে করলে এদের লালা রসের নমুনা নাইসেডে পরীক্ষার জন্য পাঠাবেন বলে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে । এই দুই জনের এক জন ফেরেন ১৫ মার্চ অন্ধ্রপ্রদেশ থেকে এবং অন্যজন ২৩ মার্চ জেলায় ফেরেন চেন্নাই থেকে। এদের একজনের বয়স ২০ ও আর একজনের বয়স ২৪ বছর।

Similar News