পাত্রসায়রে তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুর কে কেন্দ্রকরে বিজেপি-তৃণমূলে চাপানউতোর!

Update: 2019-10-20 12:22 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার পাত্রসায়র থানার নারায়ণপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলে সরব হল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও, বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবী করে জানায় নারায়ণপুরে তৃণমূলের সভাপতিকে দল থেকে বহিস্কার করার জেরে পুরানো সভাপতির অনুগামীদের সাথে নুতন সভাপতির গোষ্ঠীর বিবাদের জেরে এই ভাঙ্গচুরের ঘটনা ঘটে। সেই কান্ড ধামাচাপা দিতেই বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে শাসক দল।জানাগেছে, শনিবার রাতে এই ভাঙ্গচুরের ঘটনা ঘটে। পার্টি অফিসের চালা,এবং ঘরের ভেতরেও তান্ডব চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর চালানোর চিহ্ণ সকালেও টের পাওয়া যায়। ঘটনা জানাজানি হলে এলাকাতে চাঞ্চল্য ছড়ায়।এদিকে,ঘটনার জেরে দুই দলের অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপানউতোরে সরগরম নারায়ণপুরের গ্রামীণ রাজনীতি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/tmc-party-office-in-patrasayar-is-vandalized/img-20191020-wa0027/" rel="attachment wp-att-6857">

Similar News