সিবিআই ইস্যুতে জেলা জুড়ে তৃণমুলের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি, পুড়ল মোদীর কুশপুতুল।

Update: 2019-02-04 13:28 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ীতে সিবিআই হানার ইস্যু তে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল।

দিনভর সারা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি,জেলার গ্রাম,গঞ্জও প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বড়জোড়ায় পোড়ানে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল।
এছাড়া জেলার প্রতিটি ব্লক আলাদা,আলাদা কর্মসূচি mপালন করে এই ইস্যুতে। কেন্দ্রীয় ভাবে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়া সদর শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়।মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে ছিল ধিক্কার সভায়ও।
সর্বত্র বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে নামেন তৃণমূল নেতা থেকে কর্মী সমর্থকরা। এদিন তৃণমূলের মহিলা,যুব,ছাত্র সহজ অন্যান্য শাখা সংগঠনের পক্ষ থেকেও আজ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া হয়।

#দেখুন 🎦ভিডিও👇[embed]Full View

Similar News