#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুকুটমনিপুরের বনপুখুরিয়া ডিয়ার পার্কের বাইরে তিনটি হরিনের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে টনক নড়ল বন দপ্তরের। তিনটি হরিণের মৃত্যুর পর এবার ডিয়ার পার্কের নষ্ট হয়ে পড়া জালের বেড়া নুতন করে তৈরীর কাজ শুরু করতে চলেছে বন দপ্তর। পাশাপাশি,শুরু হচ্ছ বিভাগীয় তদন্তও।প্রসঙ্গত,এই ছিঁড়ে যাওয়া ও মরচে লেগে নষ্ট হয়ে পড়া জালের বেড়া গলেই হরিণ তিনটি বাইরে বেড়িয়ে পড়ায় হিংস্র কুকুরেরা হরিনগুলিকে মেরে ফেলে। কুকুরের কামড়েই হরিণ তিনটি মারা পড়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বন দপ্তরও। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই অফিসিয়ালি ভাবে মৃত্যুর কারণে শীলমোহর লাগাবে বন দপ্তর বলে জানিয়েছেন জেলার দক্ষিণ বনবিভাগের ভারপ্রাপ্ত ডিএফও বিজয় কুমার। জেলার পর্যটনকেন্দ্র মুকুটমনিপুরের এই বনপুখুরিয়া ডিয়ার পার্কে ৯৩ টি হরিণ ছিল। তার মধ্যে তিনটি মারা পড়ায় তা কমে হল ৯০টি। বন দপ্তরের উদাসীনতায় এভাবে তিন তিনটি হরিণ মারা পড়ায় জেলার পশু প্রেমীরা বন দপ্তরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। যাদের গাফিলতি ফলে বেঘোরে প্রাণ গেল এই হরিণ গুলির তাদের উপযুক্ত শাস্তির দাবীও তুলেছেন তারা।