রাবার গুলি নয়,কাঁকরডাঙ্গায় পুলিশের বন্ধুকের গুলিতেই আহত তিন বিজেপি কর্মী, প্রমাণ দিল বিজেপি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাবার গুলি নয়। পুলিশের ছোঁড়া বন্ধুকের গুলিতেই আহত হয়েছেন দুই বিজেপি কর্মী এবং এক অষ্টম শ্রেণির ছাত্র। তার প্রমাণ দিলেন বিজেপি নেতৃত্ব। আহতদের দেহে বিদ্ধ হওয়া বুলেট দেখালেন সাংবাদিকদের। গুরুতর আহত তিনজন কে বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন তাপস বাউরী,(৩০) টুলু প্রসাদ খাঁ(৩৪) এবং অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন বাউরী (১৪)। বিজেপির দাবী, কাঁকরডাঙ্গায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর জন সংযোগ যাত্রার মিছিলের শেষে তাদের কর্মী সমর্থকরা জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় পুলিশ তাদের গুলি করে। যদিও জেলা পুলিশ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]