সন্ধি পূজো শেষ হতেই অস্ত্র হাতে হাজার,হাজার জনতা কেন ছুটে গেলেন সোনামুখী থানায়? জেনে নিন।

Update: 2019-10-06 13:53 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহা অষ্ঠমীর সন্ধি পূজোর শেষে অস্ত্র হাতে কাতারে,কাতারে মানুষ ছুটে গেলেন সোনামুখী থানাতে! সেখানে আগত শহরবাসীর হাতে এবং অস্ত্রে সাদা কাপড় বেঁধে দেওয়ার পর তারা ঢাক,ঢোল বাজিয়ে নেচে,নেচে মহা আনন্দে ফিরে যান যে যার নিজেদের পাড়ার দূর্গা মন্ডপে। এমন পরম্পরা চলে আসছে যুগ,যুগ ধরে। এবারও সেই রীতি মেনে এই অস্ত্রে কাপড় বাঁধার আয়োজন করা হয় সোনামুখী থানা প্রাঙ্গণে। সেখানে থানার পুলিশ আধিকারিক, সোনামুখী পুরসভার পুর প্রধান সুরজিৎ মুখোপাধ্যায়, উপ পুর প্রধান সহ আন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিন। কার্যত এই অনুষ্ঠানের মধ্য দিতে পুলিশ জনতার মধ্যে জন সংযোগও গড়ে ওঠে। আর এই রীতি উৎসবের অঙ্গ হিসেবেই মনে করে শহরবাসী। তাই পরম্পরা মেনে এদিন সন্ধি পূজোর পর এভাবেই আনন্দে মাতেন সোনামুখীবাসীরা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Similar News